
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আজ সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।
জেলা পরিষদের অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ জানান, শনিবার আমরা ১৪ জন সদস্য স্বাক্ষর করে একটি টিম র্পাবত্য উপদ্রেষ্টার সাথে দেখা কারে জিরুনা ত্রিপুরার অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছি । একইভাবে পরিষদ সদস্য নিটুল মণি চাকমা জানান, আমরা সদস্য প্রশান্ত ত্রিপুরা সহ একটি টিম র্পাবত্য মন্ত্রনালয়ে গিয়ে উপদ্রেষ্টার কাছে অভিযোগ দাখিল করি । দুজন সদস্যই জানান আমাদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে আজ সোমবার থেকে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল র্কাযক্রম বন্ধ করে দেন ।
পূর্বকোণ/জহর/আরআর/পারভেজ