চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে টানা বৃষ্টিতে ৩০টি গ্রাম প্লাবিত
ভারী বৃষ্টিতে অনেক বাড়িঘরে পানি ঢুকে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে

টেকনাফে টানা বৃষ্টিতে ৩০টি গ্রাম প্লাবিত

টেকনাফ সংবাদদাতা

৭ জুলাই, ২০২৫ | ১১:০৪ অপরাহ্ণ

টেকনাফে ভারী বর্ষণে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এক টানা ভারী বৃষ্টি হলেও ৭ জুলাই সকাল থেকে বৃষ্টি আরও বেড়েছে। তা অব্যাহত রয়েছে। তবে ৭ জুলাই সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ উপজেলার কোথাও বড় ধরনের পাহাড় ধস হয়নি।

 

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে কম-বেশি নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। শত শত পরিবারে গত দুই সপ্তাহ ধরে চুলোয় আগুন জ্বালাতে পারেনি। কয়েক শত পরিবার এখনও পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করছে। টেকনাফ উপজেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে আসতে মাইকিং করেছে। ৭ জুলাই দুপুর পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মায়মুনা সরকারি প্রাইমারি স্কুলে ১২০টি পরিবার আশ্রয় নিয়েছে। টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার অধিকাংশ বসতবাড়ি, শীলবনিয়া পাড়া, ডেইলপাড়া, জালিয়াপাড়া, অলিয়াবাদ, খানকারডেইল, চৌধুরীপাড়া, কেকে পাড়ার একাংশ পানিতে ডুবে গেছে। এছাড়া টেকনাফ সরকারি কলেজ, আইডিয়াল উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পুরো প্রাঙ্গণ পানিতে একাকার। হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী, ওয়াব্রাং, মৌলভীবাজার, ফুলেরডেইল, হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী, লম্বা বিল, কানজরপাড়া, মিনা বাজার, সরকারি আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি, ওয়াব্রাং সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে।

 

হ্নীলা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, ভারী বৃষ্টিতে অনেক বাড়িঘরে পানি ঢুকে বসবাসের অযোগ্য হয়ে গেছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। মূলত কিছু দুষ্কৃতকারী কর্তৃক খাল দখলের পাশাপাশি ড্রেন পরিষ্কার না থাকায় এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, টানা বৃষ্টির প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দী পরিবারগুলোর নিকট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি পৌরসভার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে তিনবেলা খাবার প্রদান করা হচ্ছে।

 

পূর্বকোণ/কাশেম/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট