চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পরিবেশ রক্ষায় ছাদ বাগানের উদ্যোগ ‘প্রজেক্ট গ্রিন রুফ’ সম্পন্ন করল ভিবিডি
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)

পরিবেশ রক্ষায় ছাদ বাগানের উদ্যোগ ‘প্রজেক্ট গ্রিন রুফ’ সম্পন্ন করল ভিবিডি

বিজ্ঞপ্তি

৭ জুলাই, ২০২৫ | ৪:৫১ অপরাহ্ণ

পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়নের লক্ষ্যে ‘প্রজেক্ট গ্রিন রুফ’ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা।

সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ঈদগাহ মুসলিম সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এই কার্যক্রমের মাধ্যমে ভবনের ছাদে বিভিন্ন ধরনের ওষুধি ও বনজ প্রায় ৬০টি গাছ লাগিয়ে নগর জীবনে সবুজায়ন বাড়ানো এবং বাস্তুসংস্থান রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এতে অংশগ্রহণ করে মোট ৪০ জন স্বেচ্ছাসেবক এবং বৃক্ষরোপণের সহযোগিতায় ছিল ‘১ টাকায় বৃক্ষ রোপণ’ সংগঠন।

এই প্রকল্পের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অল্প পরিসরে হলেও এই উদ্যোগ নগর জীবনে একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ছাদে গাছ লাগানোর মতো ছোট পদক্ষেপগুলো নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

এতে অংশ নেন ইবতিদ ইয়াসার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, আনিকা তাবাসসুম, তাফরিহা নুর, আরাফাত হোসাইন প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট