
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে অপসারণসহ ৪ দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে ত্রিপুরা ও মারমা সমাজ। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে সচেতন মারমা সমাজের প্রতিনিধি রুমেল মারমা বলেন, বৈষম্যহীন, প্রতিনিধিত্বমূলক একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে আমরা পথ চলেছিলাম। কিন্তু আজ পার্বত্য মন্ত্রণালয় হয়ে উঠেছে একচেটিয়া কর্তৃত্বের প্রতীক। এখানে ত্রিপুরা-মারমা জাতিগোষ্ঠীর জন্য নেই ন্যায্য অধিকার।
তিনি অভিযোগ করেন, বরাদ্দ, প্রকল্প, প্রশাসনিক পদ সবখানেই চলছে পক্ষপাত ও গোষ্ঠীগত আধিপত্য, যার ফলে পাহাড়ি সমাজে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ ও হতাশা।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবি মধ্যে রয়েছে- সুপ্রদীপ চাকমার পদত্যাগ ও কংকন চাকমার অপসারণ করা, জেলার প্রকল্প ও বরাদ্দে সমবণ্টন নিশ্চিত করা এবং আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ ও টাস্কফোর্সে মারমা ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বক্তারা হুঁশিয়ার করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে চার দফা দাবি মানা না হলে তারা রাজপথে নামবেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কার্বারী সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, ম্রাচাই মারমা, উক্রাচিং মারমা, চিংলামং মারমা, মিনুচিং মারমা, সীমা ত্রিপুরা, তনয় ত্রিপুরা প্রমুখ।
পূর্বকোণ/জহুর/জেইউ