চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি মোয়াজ্জেম-সম্পাদক সালাম
বাংলাদেশ সমিতি ইউএইর সভায় বক্তব্য রাখছেন উপস্থিত অতিথিরা

বাংলাদেশ সমিতি ইউএইর সভাপতি মোয়াজ্জেম-সম্পাদক সালাম

ইউএই প্রতিনিধি

৭ জুলাই, ২০২৫ | ৩:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ সমিতি ইউএই’র ২০২৫-২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদার।

রবিবার (৬ জুলাই) সমিতির অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন পেশের সভায় সর্ব সম্মতিক্রমে তাদের মনোনীত করা হয়। সভায় সমিতির অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মাহমুদ আজম।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন ও কোষাধ্যক্ষ মাহমুদ আজম মনোনীত হন। সমিতির বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচিত হন নুর মোহাম্মদ, আবদুল কুদ্দুস খালেক, জাকির হোসেন খতিব, নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশীষ বড়ুয়া, ইসমাইল হোসেন, মোহাম্মদ তারেক, আবুল বাশার, জাকির হোসেন জসিম, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম লিটন, শেখ কামরুল হক, নুর হোসেন সুমন, জোবায়দুল করিম, ফরিদ আহম্মেদ তালুকদার, আতাউর রহমান, প্রকৌশলী মফিজুল ইসলাম ও মোহাম্মদ জিয়া উদ্দিন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্টের প্রতিনিধি মোহাম্মদ আল মেহেইরি, ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মোহাম্মদ আল বালুশি ও ড. জামিল আল হামলাওয়ী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। যৌথভাবে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার ও যুগ্ম সম্পাদক নাছির তালুকদার।

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ

শেয়ার করুন