
চট্টগ্রাম নগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন ব্যতীত কোনো শ্রেণি পেশার মানুষের অধিকার আদায় করা সম্ভব নয়। বিশেষত শ্রমজীবী ও অধিকার বঞ্চিত মানুষের একমাত্র রক্ষাকবচ ইসলাম। জামায়াতে ইসলামী এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করছে। তাদেরকে বিজয়ী করার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের পথ উন্মুক্ত করতে হবে।
তিনি আজ শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সভাপতি গাজী মুহাম্মদ বেলাল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, জেলার উপদেষ্টা মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দীন ইমু। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর ইউনুস, অ্যাডভোকেট ইসমাইল গণী, এম এ জলিল, এবি সিদ্দিক প্রমুখ।
অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, সুশাসন ব্যতীত রাষ্ট্র তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে না। আর সুশাসনের জন্য আদর্শবান শাসকের বিকল্প নেই। আজকে আমাদের দেশে শাসক আছে কিন্তু সুশাসক নেই। জাতির এই ক্রান্তিলগ্নে জামায়াতে ইসলামী একদল সৎ, দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে দেশের মানুষ মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দিবে। আর সেই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়েছে যেনতেন ও ডামি নির্বাচনের জন্য নয়। তারা পরিবর্তন চায়। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চায়। জনগণের এই দাবিকে উপেক্ষা করে আমরা নির্বাচন চাই না। আমরা চাই এমন ব্যবস্থা গড়ে উঠুক যেখানে মানুষের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। দুর্নীতি লুটপাট ও অবৈধ সম্পদের পাহাড় গড়তে না পারে। রাষ্ট্রের মদদে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে।
এস এম লুৎফর রহমান বলেন, দেশের প্রতিটি আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফটিকছড়িতেও মানুষের বিপুল আগ্রহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। মানুষের এই চাওয়াকে আমাদের ধারণ করতে হবে। তাদের কথা শুনতে হবে। তারা যে পরিবর্তন চায়, সেই আন্দোলনের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ মানুষের এই পরিবর্তনের ডাক ভোটের মাঠে দেখা যাবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ