
টেকনাফের দুই মাদককারবারি ১৯২ ক্যান বিয়ারসহ উখিয়ায় বিজিবির হাতে আটক হয়েছেন। তারা হল- টেকনাফ পৌর এলাকা কলেজপাড়ার ফজলে করিমের ছেলে আব্দুল হামিদ (২৬) ও একই এলাকার মো. হোসেনের ছেলে মো. ইউনুস (২৮)।
সোমবার (১৬ জুন) ভোররাতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের উখিয়া ইমামের ডেইলের বিজিবি চেকপোস্টে তারা ধরা পড়েন।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে লাল ও সবুজ রঙের দুটি কাপড়ের ব্যাগের মধ্যে ১৯২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তারা এসব কক্সবাজার হতে ক্রয় করে টেকনাফে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করে আসামিসহ উদ্ধার বিয়ার থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/কাশেম/জেইউ