নিহত হৃদয়
ঈদের দিনে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের
নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ঈদের দিনে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল মো. হৃদয় হোসেন (২২) নামের এক যুবকের। এসময় একই বাইকে থাকা হৃদয়ের ফুফাতো ভাই জাবেদও আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৭জুন) ঈদুল আযহার দিন বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনর্চাজ নুরুল আলম আশেক।
নিহত হৃদয় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা হোসেন আলী চৌধুরী বাড়ির আলী আহমদ বুলুর সন্তান। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। হৃদয় একটি কারখানায় কেক তৈরির কারিগর হিসেবে কর্মরত ছিলেন।
হৃদয়ের চাচাতো ভাই প্রকৌশলী মো.মহিউদ্দিন জানান, হৃদয় মোটর সাইকেল চালিয়ে বাকলিয়া এলাকায় ফুফার বাসায় যাচ্ছিলো। সাথে ফুফাত ভাই জাবেদও ছিলো। বাইকটি ফুফাত ভাইয়ের।
পূর্বকোণ/পূজন/আরআর