
সৌদিআরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম। তার পাসপোর্ট নম্বর এ ১১৯৬৩৯৭৪ এবং গাজীপুর সদরের বাসিন্দা মফিজ উদ্দিন। তার পাসপোর্ট নম্বর – এ ০৮৪০৮৯১২।
হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৭ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন মহিলা। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ৩৭ জন বাংলাদেশি।
হজ অফিসের সর্বশেষ তথ্যমতে, গতকাল রবিবার পর্যন্ত সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২৩২ জন। গতকাল রবিবার শেষ হয় চলতি বছরের হজ ফ্লাইট।
হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/অভি/জেইউ