
চট্টগ্রামের চন্দনাইশে বিষাক্ত সাপের কামড়ে আব্দুল মালেক (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে জমিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, সাপে কাটা একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চৌকিদার মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, চমেক হাসপাতালে রেফার করা হলেও সাপে কাটা রোগীর অবস্থা গুরুতর হওয়া তাৎক্ষণিক বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/ইব/এএইচ