চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ইমার্জিং দলের শুভ সূচনা
জয় নিয়ে মাঠ ছাড়ছেন বাংলাদেশ নারী ইমার্জিং দল।

কক্সবাজারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ইমার্জিং দলের শুভ সূচনা

কক্সবাজার সংবাদদাতা

১৪ মে, ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

 

বুধবার (১৪ মে) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১১৭ রানের লক্ষ্য দেয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ের শিকার হয়। তবে স্বর্ণা আক্তারের ঝড়ো অর্ধশতকে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। স্বর্ণা ৩২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন।

 

ম্যাচ শেষে স্বর্ণা আক্তার বলেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন এবং অর্ধশতক করতে পেরে তিনি কৃতজ্ঞ।

 

সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ আগামী ১৬ ও ১৮ মে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট