
চট্টগ্রামের বোয়ালখালীতে ১০০ লিটার চোলাই মদসহ নুর বক্স (৪৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুর বক্স আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বার ওয়ার্ডের ধোরলা গ্রামের হাবিব চৌকিদারের বাড়ির মৃত রহিম উল্লাহ’র ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, চোলাই মদ বিক্রয়ে দায়ে নুর বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইবনুর