চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চ্যাম্পিয়ন্স লিগ : আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি
ফাইনালে ওঠার পর পিএসজির খেলোয়াড়দের উল্লাস

চ্যাম্পিয়ন্স লিগ : আর্সেনালকে আবার হারিয়ে ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

৮ মে, ২০২৫ | ২:১৬ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল পিএসজি। সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি।

 

গোলের ক্ষুধায় দাপুটে শুরু করে আর্সেনাল। দারুণ কয়েকটি সুযোগও পেলেও কাজে লাগাতে পারেনি তারা। এরপরই পাল্টা আঘাত হানল পিএসজি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ল আরও। সুযোগ হারানোর মিছিলে শেষ দিকে একটি গোল ফিরিয়ে দিতে পারলেও, লড়াইয়ে ফিরতে পারল না মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্নে ফাইনালে উঠল প্যারিসের দলটি।

 

ঘরের মাঠে বুধবার সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে জায়গা করে নিল লুইস এনরিকের দল। গত সপ্তাহে তারা আর্সেনালের মাঠে জিতেছিল ১-০ গোলে।

 

প্রথম লেগের মতো এদিনও পিএসজি গোল পেয়ে যায় প্রথমার্ধে, ফাবিয়ান রুইসের নৈপুণ্যে। পরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। অনেক সুযোগ নষ্টের আগে-পরে আর্সেনালের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

 

পুরো ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা আর্সেনাল গোলের জন্য মোট শট নেয় ১৯টি, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। আর পিএসজি ১১টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে।

 

ইউরোপ সেরার প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল পিএসজি। প্রথমবার ফাইনালে উঠেছিল ২০২০ সালে, সেবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। অধরা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামী ৩১ মে মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট