
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বালিয়াড়িতে দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ‘বোঝা’স্বরূপ দাঁড়িয়ে থাকা একটি অবৈধ ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে রবিবার রাত ১০ টার দিকে কক্সবাজার সৈকতের প্রবেশমুখে স্থাপিত এই অননুমোদিত টয়লেটটি গুঁড়িয়ে দেয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই এটি পরিচালিত হচ্ছিল, যা সৈকতের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পর্যায়ক্রমে সকল অবৈধ ভ্রাম্যমাণ ওয়াশরুম উচ্ছেদ করা হবে।
কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশগত ভারসাম্য রক্ষার অপরিহার্যতার কথা উল্লেখ করে ম্যাজিস্ট্রেট নাফি জানান, এ ধরনের অবৈধ স্থাপনা শুধু পরিবেশ দুষণই করে না, পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ অভিজ্ঞতাকেও হুমকির মুখে ফেলে। প্রশাসন নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং কোনো প্রকার অননুমোদিত কার্যক্রম মেনে নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, টয়লেটটি থেকে নির্গত অপচনশীল বর্জ্য, তীব্র দুর্গন্ধ এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে সৈকতের পরিবেশ ক্রমশ দুষিত হচ্ছিল। এর ফলে পর্যটকদের আগমন ও অবস্থান যেমন অস্বস্তিকর হয়ে উঠছিল, তেমনি সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যও হারাতে বসেছিল।
পূর্বকোণ/এরফান/জেইউ