চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মুক্ত হোক ফিলিস্তিন

১২ এপ্রিল, ২০২৫ | ১২:২৫ অপরাহ্ণ

কাঁদে ফিলিস্তিন, কাঁদে আকাশ-বাতাস,
রক্তে ভেজা মাটি, দীর্ঘশ্বাস।
থেমে যাক এই হত্যা, বন্ধ হোক রক্তক্ষয়,
মানবতার ধ্বনি উঠুক বিশ্বময়।।

 

শিশুদের আর্তনাদ, মায়ের করুণ মুখ,
বোমার আঘাতে ভেঙেছে সব সুখ।
ধ্বংস-স্তূপের নিচে চাপা কান্না,
বিশ্ব বিবেক কেন আজও জাগছে না?

 

ঘুমন্ত শিশুদেরও করেছিস নিধন,
এই পাপের ক্ষমা নাই, শুন ওরে পাষাণ।
অসহায় আর্তনাদে, আকাশ কাঁদে নীরবে,
পাপের বোঝা তোরা বইবি, কেমনে রে ভবে।।

 

ওরে নিষ্ঠুর জালিম, তোরা কাঁদালি ধরায়,
মজলুমের রক্তে রাঙালি, এই বসুধায়।
মায়ের বুকের ধন, করেছিস নিধন।
নির্বিচারে গণহত্যার ক্ষমা নাই, শুনরে বেঈমান ।।

 

করেছিস আঘাত হানি, দুর্বল শরীরে,
ভেঙেছিস তাদের ঘর, দিয়েছিস বিষের তীরে।
তাদের মুখের গ্রাস, কেড়ে নিয়েছিস হায়,
জুলুমের কারাগারে, ভরেছিস এ ধরায়।।

 

জাতিসংঘ নীরব কেন, কোথায় মানবাধিকার?
ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু হাহাকার।
ক্ষমতা-শক্তির দম্ভে অন্ধ যারা আজ,
তাদের হৃদয়ে কি জাগে না কোনো লাজ?

 

ধিক্কার জানাই তোদের,ওরে জালিমের দল,
মানবতার শত্রু তোরা, নরকের কীট কেবল।
ধ্বংসের পথে তোরা, এগিয়ে চলেছিস ধীরে,
নিশ্চিত জেনে রাখিস, ফল পাবি অচিরে।।

 

জুলুমের কালো রাত, চিরদিন না রবে,
আলো আসবেই আবার, আঁধার ঘুচে যাবে।
ফিলিস্তিন আবার হাসবে, দুরে নয় সেদিন,
ঘুচবে সকল বেদনা, রবে না কেউ পরাধীন।।

 

প্রতিবাদী কণ্ঠ উঠুক দিকে দিকে,
সকলে মিলে ঘৃণ্য অন্যায়কে দাও রুখে।
ফিলিস্তিনের পাশে আছি মোরা,
বন্ধ হোক তাদের এই রক্তক্ষরা।।

 

বিশ্বের সকল মানুষ এক হও আজ,
বন্ধ করো এই বিভৎস গণহত্যা- হীন কাজ।
ফিলিস্তিনের মানুষের মুক্তি চাই, শান্তি চাই,
মানবতার জয় হোক, এই মিনতি জানাই।।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট