চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় লেবু বাগানে সন্ত্রাসীদের গুলিতে পাহারাদার নিহত, গুলিবিদ্ধ ৩

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫ | ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেবু বাগান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক মারমা যুবক। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতের নাম আওয়াইমং মারমা (৩৩)। তিনি রাঙ্গুনিয়ার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে। আহতরা হলেন- একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)। এরমধ্যে বুকে গুলি লাগা আওয়াইমং মারমার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বড়খোলা মারমা পল্লীর মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সম্প্রতি বাগান থেকে লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন ব্যক্তি।

 

জানা যায়, সম্প্রতি প্রকাশ্যে এক লেবু ব্যবসায়ীর হাত কেটে বিচ্ছিন্ন করেছিল সন্ত্রাসীরা। এছাড়া রাতের আঁধারে হামলা চালিয়ে পৃথক স্থানে কয়েকজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। সর্বশেষ মীরেরখীল বাজারে প্রকাশ্যে দিন দুপুরে নুরুল ইসলাম তালুকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এভাবে দীর্ঘদিন ধরে দক্ষিণ রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ প্রকাশ্যে গুম, খুন, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালালেও তাদের দমনে কার্যকর কোন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। উল্টো মীরেরখীল এলাকায় থাকা একটি পুলিশ বিট প্রত্যাহার করে নেয়া হয়। ফলে এলাকা ছেড়ে একাধিক পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, ‘স্থানীয় সুত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট