
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবশে ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং মিরসরাই থানা আমীর নুরুল কবিরের সঞ্চালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূর নবী, জসিমুদ্দীন আজাদ, জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, জোরারগঞ্জ থানা আমীর নুরুল হুদা হামিদী, সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি আবু তাহের, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, মিরসরাই থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ শিহাব উদ্দীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। গত ১৮ মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। জালিম ইসরাইলি বাহিনীর এক দিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো। গাজার নির্যাতিত ভাই-বোন ও নিষ্পাপ শিশুদের কান্না আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত করতে হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ