চট্টগ্রাম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

রাউজানে ওয়ারেন্টভুক্ত ২ সশস্ত্র সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৫ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ দুই সশস্ত্র সন্ত্রাসীকে বিভিন্ন অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তাররা হল- রাউজান উপজেলার উরকিরচর এলাকার মোহাম্মদ শফির ছেলে শফিউল আজম প্রকাশ রিয়াজ ও একই এলাকার গোলাম শরীফের ছেলে সাজেদ শরীফ প্রকাশ শাকিল।

 

গ্রেপ্তার দুইজনের কাছ থেকে পুলিশ একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি স্টিলের ছোরা, তিনটি দামা, একটি কিরিচ, একটি প্লাস্টিকের বক্সে রক্ষিত ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

 

রবিবার (৬ এপ্রিল) গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র-কার্তুজের বিষয়ে এসআই (নিঃ) সাইফুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

রবিবার রাত ৮টার দিকে থানা পুলিশ সাংবাদিকদের কাছে তথ্য প্রকাশ করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে এস.আই সাইফুল আলম ফোর্সসহ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাউজান উরকিরচর ইউপিস্থ ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়িতে যান। এ সময় নিজ বসতঘর থেকে আসামি শফিউল আজম রিয়াজ এবং আসামি সাজেদ শরীফ প্রকাশ শাকিল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়। পুলিশ ধৃত আসামিদ্বয়কে তল্লাশি করে তাদের কাছ থেকে অস্ত্র, কার্তুজ, চাপাতি, ছোরা, ধামা, কিরিচগুলো উদ্ধার করে।

 

পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায়। ধৃতরা এলাকার ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী সাহাবু বাহিনীর সদস্য বলে এলাকার একাধিক সূত্র জানায়।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট