চট্টগ্রাম বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে মানববন্ধনে হামলায় আহত ১০

নাজিরহাট সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় কৃষক দোলায়েত হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানবন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

 

বুধবার (২ এপ্রিল) হেয়াকো-রামগড় সড়কে এ হামলার ঘটে।

 

মানবন্ধনে অংশগ্রহণকারী বাচ্চু নামে এক ব্যক্তি জানান, শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে প্রায় ৩০ জন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আমরা এ হামলার বিচার দাবি জানাচ্ছি।

 

ফটিকছড়ি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট