চট্টগ্রাম বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় ফের সড়ক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৯

লোহাগাড়া সংবাদদাতা

২ এপ্রিল, ২০২৫ | ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও ৭ বছরের একটি মেয়েশিশু রয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আজ ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত হয়েছেন ও অন্তত ৪ জন আহত হয়েছেন।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লাশের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট