চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

কেমন হবে শুক্রবারে জান্নাতের বাজার?
ফাইল ছবি

আজ পবিত্র জুমাতুল বিদা

রায়হান আজাদ

২৮ মার্চ, ২০২৫ | ১০:৫০ পূর্বাহ্ণ

আজ পবিত্র জুমাতুল বিদা তথা মাহে রমজানের আখেরি জুমার দিন। ইসলামে এ দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এমনিতে জুমাবারের ফজিলত অত্যধিক।

 

জুম‘আর গুরুত্ব সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল জুমআ‘য় ইরশাদ হয়েছে, “যখন জুমআর দিন নামাজের জন্য আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর যিক্র (সালাত) পানে দৌঁড়াও এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।”

 

জুম‘আর ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইয়েছেন,“ হজরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুম‘আর দিন যে জানাবাত হতে পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করে এবং সবার আগে নামাজের জন্য গমন করে সে যেন একটি উট কুরবানি করলো, যে পরবর্তী ক্ষণে গমন করে সে যেন একটি গাভি কুরবানি করলো, যে তৃতীয়ক্ষণে গমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো, যে চতুর্থ নম্বরে গমন করে সে যেন একটি মুরগি কুরবানি করলো এবং যে পঞ্চম নম্বরে গমন করে সে যেন আল্লাহর পথে একটি ডিম দান করলো। অতঃপর ইমাম যখন খুতবা দেয়ার জন্য বের হন তখন ফিরিশতাগণ ‘যিক্র’ তথা ওয়াজ-নছিহত শোনার জন্য উপস্থিত হন- (সহীহ আল বুখারী)।”

 

বিভিন্ন হাদিসের ভাষ্য মতে, জুম‘আয় গমনের পূর্বে গোসল করা সুন্নাত। এ প্রসঙ্গে হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য জুম‘আর দিন গোসল করা অপরিহার্য ” (মুসলিম শরীফ)।

 

এছাড়া হাদিসে জুম‘আর দিন বিশেষভাবে মিসওয়াক করে পরিষ্কার-পরিচ্ছন্ন জামা-কাপড় পরিধানপূর্বক সুগন্ধি লাগিয়ে মসজিদে গমন করতে তাগিদ দেয়া হয়েছে। রমজান মাসের এ আখেরি জুম‘আয় দান-ছাদাকা করলে বহুগুণ সাওয়াব মিলবে। তাই জুম‘আয় আসতে-যেতে ফকির-মিসকিনদের আবেদনে সাড়া দেয়া রোজাদারদের জন্যে অত্যধিক নেককাজ হবে।

 

ইসলামী ভাবধারায় জুম‘আকে গরিবের হজ্বও বলা হয়। এক জুম‘আ থেকে আরেক জুম‘আ তার মধ্যবর্তী গুনাহসমূহের কাফ্ফারা হিসেবে বিবেচিত হয়। তাই আসুন পবিত্র ঈদুল ফিতরের পূর্বে রমজান মাসের শেষ জুম‘আয় সুন্নাতানুসারে গমন করে নাজাতের পথে এগিয়ে চলি এবং পবিত্র ঈদুল ফিতরের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করি। আয় আল্লাহ, আমাদের নেক আমল করার তৌফিক দিন। আমিন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট