চট্টগ্রাম রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বন্যহাতির আক্রমণে জনজীবনের দুর্ভোগ

মিতা পোদ্দার

২৬ মার্চ, ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

আনোয়ারা-কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কেইপিজেড থেকে আসা এই হাতিগুলো কোন না কোনভাবে প্রতিনিয়ত মানুষের জীবননাশ করছে। শুধু তাই নয় ঘুমন্ত মানুষের ঘরে রাতের আঁধারে ঢুকে ও তাদের জীবন ধ্বংস করছে। লোকালয় এখন যেন হাতির রাজত্ব হয়ে উঠেছে। নিরীহ মানুষের ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝি হাতির তাণ্ডব শুরু হয়ে গেল। বন বিভাগ ও কেইপিজেডের স্থায়ী কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করার পরও কোন সমাধান পাওয়া যায়নি।

 

হাতি যখন তেড়ে এগিয়ে আসে জনতার দিকে তখন সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে আচমকা আক্রমণ করে। ততক্ষণে ভিড়ের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই আতঙ্কে চিৎকার করে ওঠেন। এদিকে, মত্ত হাতি শুঁড়ে তুলে ওপরে তুলে আর এভাবেই সেই ব্যক্তিরা মৃত্যুর মুখে পতিত হয়। এমনি একটি প্রাণচাঞ্চল্যকর ঘটনা ঘটে দুই একদিন আগে। বন্যহাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়।

 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের জমাদারপাড়ার কয়েকটি বাড়িতে বন্যহাতি আক্রমণ করে। এতে মো. আরমান জাওয়াদ নামে এক শিশু মারা যায়। আহত হয় শিশুটির মা খজিমা বেগম (৩০)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-কেইপিজেড এলাকার পাহাড়ের মধ্যে দীর্ঘদিন ধরে তিনটি বন্যহাতি আশ্রয় নিয়েছে। হাতির আক্রমণ থেকে রক্ষার জন্য এত দিন সেখানে নিয়োজিত ছিলেন ১৫ জন ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্য। কিন্তু নানাবিধ সমস্যার কারণে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। যার কারণে হাতির চলাচলের পথ সহজ হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে এরা লোকালয়ে রাতের আঁধারে প্রবেশ করে। এমন অবস্থা চলতে থাকতে জনমানুষের আতঙ্ক বেড়ে যাবে। পরিস্থিতির দ্রুত সমাধান এখন জরুরি হয়ে উঠেছে। বিষয়টি জনপ্রশাসনের নজরে নেওয়ার বিনীত অনুরোধ রইল।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট