কক্সবাজারের পাহাড়তলীতে টমটম চালক মজিবুর রহমান (৩৭) হত্যা মামলার মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১৭ মার্চ) ভোর রাতে কক্সবাজার সদর ও টেকনাফ থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩) ও সৈয়দ হোসেন (১৯)।
তাদের সবার পিতার নাম মো. হোসেন প্রকাশ গুজা মাহাজন। তাদের বাড়ি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী হালিমাপাড়ায়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানান, গত ১৬ মার্চ পাহাড়তলী বাজারে মজিবুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
সংবাদ সম্মেলনে জানা যায়, র্যাব-১৫ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে একটি দেশীয় অস্ত্র ও সাত রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করে। পরে আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের শামলাপুর নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মোস্তফা প্রকাশ শাওন ও তার ভাই সৈয়দ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি ও ৮ টি রামদা উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সপ্তাহখানেক আগে আনোয়ারের স্ত্রীর অটোরিকশা চুরি হয়। মজিবুর রহমান গাড়িটি উদ্ধার করে আনোয়ারকে ফেরত দেন। কিন্তু আনোয়ার ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পরিশোধ না করে জোরপূর্বক গাড়িটি নিয়ে যান। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে মজিবুর ও আনোয়ারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরেই ১৬ মার্চ সন্ধ্যায় কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড পাহাড়তলী নতুন বাজার এলাকায় আসামী আনোয়ার ও তার দুই ভাই মোস্তফা ও সৈয়দ মিলে মজিবুরের ওপর হামলা চালায়। টিকটকার শাওন সেসময় চুরি দিয়ে মুজিবকে আঘাত করতে একটি ভিডিও ফুটেজে দেখা যায়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। মোস্তফার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় তিনটি ডাকাতি প্রস্তুতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে রয়েছে একটি দস্যুতা মামলা।
এই হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ