চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২২ লক্ষাধিক টাকার জায়গা উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

হাটহাজারীতে অভিযান চালিয়ে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২২ লক্ষাধিক টাকার সম্পদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৭ মার্চ) উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামে এবং পৌরসভার মেডিকেল গেইট এলাকায়  অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফর নাহার শারমিন।

 

লুৎফর নাহার শারমিন জানান, উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের রুহুল্লাপুর এলাকার রাস্তায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তিে এবং পৌরসভার রাস্তার জায়গায় মেডিকেল রোডের সামনে মামুন নামেে আরেক ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ সময় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মেডিকেল গেইট এলাকার আলীপুর মৌজার ০০৫০ শতক জায়গায় যার বাজার দর আনুমানিক দশ লক্ষাধিক টাকা এবং মেখল ইউনিয়নের রুহুল্লাপুর মৌজার ০১৭৩ শতক জায়গা যার আনুমানিক মূল্য বার লক্ষাধিক টাকাসহ সর্বমোট বাইশ লক্ষাধিক টাকার সরকারি সম্পদ দখলমুক্ত করে জায়গাগুলো লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তা রমিজ উদ্দিনসহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

একইদিন দুপুরের দিকে উপজেলার ইছাপুর বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় । এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ এর সংশ্লিস্ট ধারায় দুই মামলায় আবু তাহেরকে দুই হাজার টাকা এবং জয়নাল আবেদীন নামে আরেক ব্যবসায়ীকে দুই হাজার টাকা সহ মোট চারহাজার টাকা জরিমানা করা হয়। 

 

 

পূর্বকোণ/খোরশেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট