চট্টগ্রাম সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি জলইক্যা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৫ | ৫:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি আজিজুল হক ওরফে জলইক্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঘাগড়াকূল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দুই বছরের সাজা রয়েছে। রবিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, ২০১৭ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জলইক্যার দুই বছরের সাজা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তিনি গ্রেপ্তার হন।

 

জানা গেছে, জলইক্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বেপরোয়া মাদক বিক্রি করলে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। পতিত আওয়ামী লীগের কিছু নেতার ছত্রছায়ায় সে মাদক ব্যাবসা বিস্তার করে যাচ্ছিল।

 

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, আসামির বিরুদ্ধে দুই বছরের সাজা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আসছিল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট

Close
00:06