চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার এলাকায় জিলাপিতে অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যাবহারসহ নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) পাহাড়তলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চামেলি ফার্মেসিতে ৩ হাজার টাকা, সাওদা হাকিম ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মাশফি ঝাল বিতানে জিলাপিতে অনুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যাবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ, মাহমুদা আক্তার। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর