চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাবের অভিযোগে নুরুল আলম নামে একব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ মার্চ) রাতে নগরীর দুই নম্বর গেট হিসাব ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এমদাদুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ওই ব্যক্তি একটি মাদ্রাসার সহকারী পরিচালক পরিচয়ে অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। সম্প্রতি তাদের ইভটিজিং বিরোধী একটি সংগঠনের এক নারী স্বেচ্ছাসেবককেও একই রকম প্রস্তাব দেন তিনি। এতে সংগঠনের সবাই মিলে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।
অভিযুক্ত নুরুল আলমের মোবাইল ফোন পর্যালোচনা করে আরও ১৮ জন নারীর সঙ্গে আপত্তিকর আলাপ ও কুপ্রস্তাব দেওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
এই বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে একটা লোককে শিক্ষার্থীরা ধরে নিয়ে আসছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/জেইউ