চট্টগ্রাম শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি ফিরে আনা সম্ভব: মুহাম্মদ শাহজাহান

অনলাইন ডেস্ক

১৪ মার্চ, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের শিক্ষা গ্রহণ করে আমরা যদি সমাজ পরিচালনা করতে পারি তবে সমাজে কোন ধরনের বৈষম্য থাকবে না। তাই ইউনিয়ন পরিষদ হতে শুরু করে সংসদ, সচিবালয়সহ সর্বক্ষেত্রে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

 

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম মহানগরী আয়োজিত ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এই সব কথা বলেন।

 

ফোরামের চট্টগ্রাম মহানগরী সভাপতি রুহুল আমীন ভূইয়াঁর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার।

 

তিনি বলেন, আল-কুরআন হল বিশ্ব মানবতার জন্য উচ্চমানের গাইডলাইন। আল-কুরআনের মর্যাদা সবচেয়ে বেশি। রামাদানের শিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র দুর্নীতি মুক্ত করার জন্য সবাইকে আহ্বান জানান।

 

প্রধান বক্তা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুর সাত্তার শাহ বলেন, প্রকৌশলীদের নৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলী সমাজকে আরো ভূমিকা রাখতে হবে।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, ফোরামের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি আবুল কালাম মিঞা, সাবেক সেক্রেটারি প্রকৌশলী মাহাবুবুল হাসান রুমি, ফোরামের অর্থ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান, বিশিষ্ট প্রকৌশলী সিডিএ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ওসমান গনি, সিটি কর্পোরেশন সাবেক নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী, ফোরামের মহানগরী অফিস সম্পাদক কে এম ইসহাক, প্রকৌশলী মিজবাহ উদ্দিন, প্রকৌশলী মাইনুদ্দীন হাসান জীবন প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট