চট্টগ্রাম শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দামে-পণ্যে ক্রেতাবান্ধব আফমি প্লাজা

জুবাইর উদ্দিন

১৪ মার্চ, ২০২৫ | ২:৩৬ অপরাহ্ণ

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সুপ্রশস্ত করিডোর, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দেশসেরা ব্র্যান্ডগুলোর সম্মিলিত ঈদ কালেকশন পাওয়া যাবে নগরীর প্রবর্তক মোড়ের আফমি প্লাজায়। মার্কেটের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে এমনটাই জানালেন আফমি প্লাজার ম্যানেজার সাইফুল ইসলাম খসরু।

 

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন বিপণিকেন্দ্রের মতো আফমি প্লাজাও সেজেছে লাল-সবুজের বর্ণিল সাজে। দেশি ঐতিহ্য-আধুনিকতা আর সংস্কৃতিকে লালন করে পসরা বসিয়েছে ‘দেশী দশ’। একই ছাদের নিচে দেশের ১০টি ফ্যাশন হাউসের সম্মিলিত আয়োজন ‘দেশী দশ’।

 

প্রতিষ্ঠানগুলো হলো- সাদাকালো, নগরদোলা, বাংলার মেলা, কে-ক্র্যাফট, নিপুণ, বিবিআনা, অঞ্জনস, দেশাল, রঙ এবং সৃষ্টি। ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী নতুন নতুন ডিজাইনে সব বয়সী মানুষের জন্য আরামদায়ক পোশাক এনেছে প্রতিষ্ঠানগুলো। ঐতিহ্য ও স্বকীয়তায় তৈরি এসব নতুন পোশাক নজর কাড়ছে ক্রেতাদের।

 

‘দেশী দশে’ কাপড় কিনতে আসা তাহমিনা জাহান বলেন, কেনাকাটায় সময় বাঁচাতে এখানে এসেছি। একসঙ্গে একই ফ্লোরে ১০টি ভিন্ন ভিন্ন শো-রুম আছে, সেই সাথে হরেক রকম ডিজাইনও এসব প্রতিষ্ঠানে একসঙ্গে দেখা যায়। যাচাই-বাছাই করাও সহজ।

 

‘দেশী দশের’ ইনচার্জ মুহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এবারের ঈদে ফ্যামিলি সিরিজ বেশি বিক্রি হচ্ছে। এ পর্যন্ত বেচাবিক্রি আগের মতোই। সামনে বাড়তে পারে বলে আশা করছি। কয়েকটি ব্যাংক কার্ডের ডিসকাউন্ট অফার রয়েছে। এছাড়া আমাদের নিজস্ব কোন ডিসকাউন্ট এখন পর্যন্ত নেই।

 

ষষ্ঠ তলায় রূপসজ্জায় ব্যস্ত সময় পার করছেন পারসোনা বিউটি পার্লারের কর্মীরা। ঈদ উপলক্ষে তারাও বিভিন্ন রূপসজ্জার ছবি টাঙিয়ে রেখেছেন। চতুর্থ তলায় জুতা, মোবাইল এবং নারী-পুরুষের দেশীয় কাপড়ের প্রতিষ্ঠান ‘বিশ্ব রং’। দেশীয় অভিজাত সব পোশাকের সমাহার এখানে। তৃতীয় তলায় প্রুুষদের আধুনিক পোশাক, জুতা, পারফিউম আর ডায়মন্ড হেভেন।

 

দ্বিতীয় তলায় পাঞ্জাবির দোকান লিবাস, সারটাজ, এনডি, আজদা, ডিভাইন, শৈল্পিক, ছোট বাচ্চাদের পোশাকের দোকান মিমি মি, এমএএস, মেয়েদের জুয়েলারি এবং জুতার দোকান ওফেলিয়া, মেয়েদের থ্রিপিসের দোকান ওয়াসিফা জাহিন, বোনানজা, কটন বুটিকস, আরশী, বোরকার দোকান লেডিস ফেয়ার, আপডেট, এমিরা, মেয়েদের ব্যাগের দোকান এঞ্জেল, অনলাইন গিফট শপ, আমান।

 

নিচতলায় ফুলের দোকান দিয়ে শুরু; রয়েছে ঘড়ির দোকান টাইম জোন, মেয়েদের পোশাকের দোকান প্রাইড, ফ্যাশনেবল ড্রেস, মেয়েদের জুয়েলারি দোকান দুল, ডিসনেপ’স, ছেলেদের পোশাক ক্যাটস আই, রয়েল এন্ড সানএলাইন্স, জ্যান্টলম্যান, পাঞ্জাবির দোকান আর্টেক্স, গেঞ্জির দোকান লঘু। ছেলে-মেয়ে, বাচ্চা সবার দেশীয় পোশাকের সমাহার স্বদেশ পল্লীতে। এছাড়াও রয়েছে ইফতার-সেহরির জন্য ৭ম তলায় শেফমেড রেস্টুরেন্ট।

 

নিচতলার ডিসনেপ’স শপের মালিক মোহাম্মদ রিজভী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব বয়সের মেয়েদের জন্য জুয়েলারি রয়েছে। কুন্দন, ভারতীয় জয়পুরি কানের দুলসহ বিভিন্ন ধরনের দুল, নাকফুল, ফিঙ্গার রিং, ব্রেসলেট, বাচ্চাদের জন্য ব্যাগ রয়েছে।

 

তিনি বলেন, পুরো মার্কেটে এক হাজার টাকার শপিং করলে একটি কুপন দেয়া হলেও আমার দোকানে দৈনিক পূর্বকোণের নিউজ পড়ার পর কোন ক্রেতা আসলে তার জন্য থাকবে ৫শ টাকায় একটি কুপন।

 

মার্কেট কর্তৃপক্ষ জানান, রমজান উপলক্ষে আফমি প্লাজার ক্রেতাদের জন্য রাখা হয়েছে মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব। এক হাজার টাকার শপিং করলে পাওয়া যাবে একটি কুপন। যেখানে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে মোটরবাইক; এছাড়াও রয়েছে ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ আকর্ষণীয় ১০টি পুরস্কার। ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৪ এপ্রিল। এছাড়াও আগামী ১৫ রমজান (রবিবার) রয়েছে বিশেষ ড্র। যেখানে পুরস্কার একটি স্কুটি।

 

ঈদের শপিংয়ে আফমি প্লাজায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আফমি প্লাজার ম্যানেজার সাইফুল ইসলাম খসরু পূর্বকোণকে বলেন, আমাদের মার্কেটে ক্রেতারা নিশ্চিন্তে গাড়ি পার্কিং করে কেনাকাটা করার সুব্যবস্থা রয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের বাজার উপলক্ষে সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হয়েছে। ক্রেতাদের সচরাচর অভিযোগ পাওয়া যায় না। অভিযোগ আসলেও উভয়পক্ষের সাথে কথা বলে সুন্দর সমাধান করা হয়।

 

তিনি আরও বলেন, ক্রেতাদের চাহিদা বিবেচনায় ১৮ রমজান পর্যন্ত আফমি প্লাজা সকাল ১০টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকবে। এরপর ৩০ রমজান পর্যন্ত সেহরি অবধি খোলা থাকবে। সাপ্তাহিকসহ সবধরনের ছুটির দিনেও মার্কেট খোলা থাকবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট