আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে এবার ঈদযাত্রা শুরু হবে আগামী ২৪ মার্চ। এ জন্য অগ্রিম টিকিট মিলবে আজ থেকে। রেলওয়ের সার্ভারের ওপর চাপ কমাতে রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে।
সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধীনে চলা আন্তঃনগর ট্রেন আর দুপুর ২টায় রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে চলা আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
সংশ্লিষ্টরা জানান, বরাবরের মতই ঈদের আগাম টিকিট বিক্রি হবে যাত্রার দিনের ১০ দিন আগে। প্রথম দিন আজ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট। একইভাবে ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট। এরপর ১৭ মার্চ- ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ- ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ- ২৯ মার্চের টিকিট, ২০ মার্চ- ৩০ মার্চের টিকিট বিক্রি হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এদিন বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট। এছাড়া ২৫ মার্চ বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ বিক্রি হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ বিক্রি হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ বিক্রি হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ বিক্রি হবে ৮ এপ্রিলের টিকিট এবং ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকিট।
টিকিট কালোবাজারি ঠেকাতে এবার অগ্রিম যাত্রা বা ফিরতি যাত্রায় একজন ব্যক্তি সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঈদযাত্রার টিকিট কেনার পর তা আর ফেরত নেওয়া হবে না। যাত্রী চাহিদা সামলাতে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিভিন্ন রুটে ১০টি ঈদ স্পেশাল বা বিশেষ ট্রেন চালানো হবে।
পূর্বকোণ/ইব