বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৩ মার্চ) নগরীর লাল দীঘিরপাড় হোটেল সোনালী রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন আয়োজন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আলম মঞ্জু তার বক্তব্যে বলেন, এক টেবিলে বসার সুযোগ করেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই সংগঠনটির প্রতিটি কার্যক্রম প্রশংসার দাবিদার।
সাধারণ সম্পাদক মিয়া আলতাফ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা (বিপিজেএ) পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরেছি। এ জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানাই। ভবিষ্যৎতেও এ জাতীয় কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় সংগঠনের সফলতা কামনা ও দেশ ও জাতির সফলতাসহ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন অর্থ সম্পাদক মো. হোসাইন।
এতে উপস্থিত ছিলেন সোহেল সরোয়ার, মো. ইব্রাহিম মুরাদ, গোলাম মুর্তুজা, সাইদুল আজাদ, হেলাল সিকদার, মিনহাজ ঝন্টু, আনিসুজ্জামান দুলাল, হায়দার আলী, আকমল, আবদুল হান্নান, ফয়সাল এলাহী, এরশাদ আলম, মনির হোসেন, হানিফ, আজিম অনন, সুজা তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ