খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি স্টেডিয়াম মাঠে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য এরাবিয়ান বিএনপির সভাপতি আব্দুল ওয়াদূদ ভূঁইয়া।
তিনি বলেন, আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এজন্য তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের সাথে মিশে জনগণের ভালোবাসা অর্জনের জন্য পরামর্শ দেন। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর পর মহালছড়ির মাটিতে বিএনপির বড় ধরনের ইফতার মাহফিল করার সুযোগ হয়েছে। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষক নিয়োগে কাউকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না। আমরা সকলকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেব।
মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দসহ ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ