
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চালাই মদসহ বিষু দাস (৪১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার বিষু পূর্ব গোমদণ্ডী সর্দার পাড়ার মৃত বিমল দাসের ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো.জুয়েল রানা বলেন, বিষুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (৫ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ