চট্টগ্রাম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের পাহাড়তলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানিকে জরিমানা

বিজ্ঞপ্তি

১ মার্চ, ২০২৫ | ৭:৪৯ অপরাহ্ণ

দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (১ মার্চ) মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান ।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে খোলা বিভিন্ন মুদি দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকান, ফলের দোকান, মুরগি ও গরুর মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৭টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

একইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের বিক্রয়ের দোকানসমূহে বিশেষভাবে নজরদারি করা হয় এবং মজুতদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন