
চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোজাম্মেল হককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মোজাম্মেল উপজেলা মধ্যম শাকপুরা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শাকপুরা ইউনিয়ন পরিষদের ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি মোজাম্মেলকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইব