চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে পুকুরে মিলল অজ্ঞাতনামা যুবকের লাশ

বাঁশখালী সংবাদদাতা

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা চৌধুরী বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, গত সোমবার আধ্যাত্মিক সাধক মাওলানা আশরাফ আলীশাহ (রহ:) ১০তম বার্ষিক ওরশ শরীফ ছিল। ওরসে মালামাল বিক্রি করতে আসা যুবক পানিতে নেমে গোসল করার সময় ডুবে যায়। সাঁতার না জানাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা চলছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট