
হেমাটোলজিতে (রক্ত ও রক্তরোগ) অবদান রাখায় আজীবন সম্মাননা পেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানী। দেশের শীর্ষস্থানীয় ঔষধ শিল্প প্রতিষ্ঠান জেনফার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ দেশের প্রান্তিক রক্তরোগীদের ব্লাড ক্যান্সার, হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়াসহ জটিল রক্ত রোগীদের চিকিৎসায় বিদেশমুখী প্রবণতারোধ ও ব্যয়বহুল চিকিৎসা সেবাকে সহজলভ্য করার প্রয়াসকে স্বাগত জানিয়ে এ স্বীকৃতি প্রদান করা হয়।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকাস্থ অফিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করেন। এতে জেনফার বাংলাদেশের সিইও ডা. শামসুল আরেফিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, সম্মানানর বিষয়ে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত বক্তব্য তুলে ধরেছেন। এতে বলা হয়, হেমাটোলজির ক্ষেত্রে তাঁর আজীবন কৃতিত্বের জন্য সম্মানিত হেমাটোলজিস্ট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. গোলাম রব্বানীকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। তাঁর অটল নিষ্ঠা, অমূল্য অবদান এবং নিরলস প্রচেষ্টা হেমাটোলজিতে অগ্রগতির পথ প্রশস্ত করেছে, চিকিৎসা ও পেশাদারদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর অসাধারণ সেবা এবং উত্তরাধিকারের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জীবনের পরবর্তী অধ্যায়ে তাঁর অব্যাহত সাফল্য এবং সুখ কামনা করি।
পূবর্কোণ/আরআর/পারভেজ