চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আমিরাতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় : একমাসে ধরা ৬ হাজার

জাহাঙ্গীর কবীর বাপপি, ইউএই প্রতিনিধি

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ণ

বিনা জেল জরিমানায় অবৈধ অভিবাসীদের অবস্থান বৈধকরণ কিংবা বৈধ উপায়ে তাদের দেশত্যাগের জন্য আমিরাত সরকার পরিচালিত অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার মেয়াদ বিগত ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর চলমান ধরপাকড়ে ৬ হাজারেরও বেশি ভিসা লঙ্ঘনকারীকে আমিরাতে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ২৭০টি তল্লাশি অভিযান চালিয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) এক শীর্ষ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।

 

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা জনগণকে পরামর্শ দিই যেন কোন ধরনের ভিসা লংঘনকে আপনারা হালকাভাবে না নেন।

 

গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি মূলত ৩১ শে অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল পরে কর্তৃপক্ষ তা আরও দুই মাসের জন্য অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করে।

 

এ সময়সীমা সমাপ্তির আগে কর্তৃপক্ষ অবৈধ বাসিন্দাদের ভিসা অ্যামনেস্টি গ্রহণ করে বিনা জেল জরিমানায় নিজেদের অবস্থান বৈধকরণ কিংবা দেশত্যাগের আহ্বান জানিয়েছিল। পাশাপাশি যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ব্যর্থ হবেন তাদের বিরূদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে শ্রম, ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এবং দূতাবাস ও কন্স্যুলেট প্রয়োজনীয় সতর্কতা জারি করে।

 

স্থানীয় কর্তৃপক্ষের মতে এখনো আমিরাতে অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে যে, সাধারণ ক্ষমার আওতায় প্রায় অর্ধ লক্ষ বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন কিংবা আমিরাত ত্যাগ করেছেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন