চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬

ঢাবি-সাত কলেজ সংঘর্ষ: পথচারী ও সাংবাদিকসহ আহত ২০ জন ঢামেকে

অনলাইন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী-সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

তারা হলেন- রিপন চৌধুরী, ইরফান (২০), পথচারী উজ্জল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ, তোফায়েল আহমেদ (বাংলাদেশ টাইমস), উজ্জল (২৫), ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪) ও রাকিব (২৪)।

 

আহতরা রাতে ঢামেকে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

 

তিনি আরও জানান, ঢামেকে যাওয়া আহত ২০ জনের মধ্যে বর্তমানে তিন জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন- এমন অভিযোগের ভিত্তিতে তারা সায়েন্সল্যাব অবরোধের পর রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে প্রো-ভিসি বাংলোর দিকে যেতে চাইলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট