চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দ করা এসব মোবাইলে সেটের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।

রবিবার (২৬ জানুয়ারি) শারজাহ থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে এসব মোবাইলের চালান জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টা ৫মিনিটে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে যৌথভাবে অভিযান পরিচালন করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় তারা যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে ৯৫টি মোবাইল ফোনের বড় চালান জব্দ করেন। উদ্ধার মোবাইলগুলোর মধ্যে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের ফোন ও ৪৬টি নকিয়া ব্র্যান্ডের বাটন ফোন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট