চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আজ ঢাকায় মাঠে গড়াচ্ছে বিপিএলের শেষ পর্ব

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

বিপিএলের এবারের আসরে ঢাকা শেষ পর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। গত ৩১ ডিসেম্বর ঢাকায় শুরু হয় এই টুর্নামেন্ট। প্রথম পর্ব শেষে সিলেট ও চট্টগ্রাম ঘুরে বিপিএলে আবার ফিরেছে ঢাকায়।

 

দিনের প্রথম ম্যাচে বেলা দেড়টায় বরিশালের মুখোমুখি হবে সিলেট এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুরের মোকাবেলা করবে রাজশাহী। গ্রুপ পর্বের শেষভাগের ম্যাচগুলোতে রোমাঞ্চ অপেক্ষা করছে। শেষ পর্যন্ত বিপিএলের প্লে-অফে জায়গা করে নেবে কোন কোন ফ্র্যাঞ্চাইজি, সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা।

 

এখন পর্যন্ত এবারের আসরের ৪৬ ম্যাচের মাঝে অনুষ্ঠিত হয়েছে ৩২টি ম্যাচ। শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে আছে রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচের সবকয়টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র এক হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন তারা। নিজেদের শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করবে রংপুর।

 

প্লে-অফে খেলার পথে বাকি দলগুলোর মাঝে সবচেয়ে এগিয়ে আছে বরিশাল। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরিশাল। বাকি চার ম্যাচের একটিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে তারা। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগং। প্লে-অফে যেতে হলে বাকি ৩ ম্যাচের দুটিতে জিতলেই চলবে। নিজেদের ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স। সেরা চারে থাকতে হলে বাকি তিন ম্যাচের দুইটিতে জিততে হবে খুলনাকে।

 

প্লে-অফে ওঠার লড়াইয়ে খুলনার বড় প্রতিদ্বন্দ্বী দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে রাজশাহী। নিজেদের শেষ দুই ম্যাচে জয় তো লাগবেই, রাজশাহীর প্লে-অফে ওঠার পথে রান রেটের হিসেব নিকেশও আসতে পারে। এখানে বেশ পিছিয়েই আছেন তারা। প্লে-অফে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন ঢাকা। ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে সিলেট।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন