চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রবিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ পালন করা হবে।

 

এ বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কাস্টমস ডেলিভারিং অন ইটস কমিটমেন্ট টু ইফিসিয়েন্সি, সিকিউরিটি এন্ড প্রসপারিটি’। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণী দিয়েছেন।

 

আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫ উপলক্ষে দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিটরিয়ামে আজ রবিবার সকালে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

 

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার মো. আবদুস সোবহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা, সভাপতিত্ব করবেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার শওকত আলী সাদী। স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেন।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট