চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বঙ্গোপসাগর থেকে দেশীয় অস্ত্রসহ ১২ জলদস্যু গ্রেপ্তার

বাঁশখালী সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৫ | ৫:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা সীমান্তের বঙ্গোপসাগরে মোহনায় জলদস্যু (ডাকাত) দলের ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১২জন দুর্ধর্ষ জলদস্যুকে আটক করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

 

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ড অভিযানের দল জানায়,বঙ্গোপসাগরের খাটখালী সাগরের এলাকায় সন্দেভাজন একটি কাঠের বোট তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।

 

আটককৃত ডাকাতরা হলেন- মো. রফিক আহমদ (৪২), শহিদুল ইসলাম (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত হোসেন (২৮), মোহাম্মদ আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), মো. আরিফ (১৯), নূর মোহাম্মদ (৫১)। এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর উপজেলার বাসিন্দা।

 

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান, বাঁশখালী উপজেলার খাটখালী সাগরের মোহনায় সন্দেহভাজন একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত বোট সন্দেহজন ঘুরাফেরা করলে গোপন সংবাদে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত দেয়। বোটের মাঝি এ সময় বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। আটককৃত বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ছোরা ৫টি, চাপাতি ৬টি, শাবল ৫টি, হাতুড়ি ২টিসহ ১৬টি দেশীয় তৈরি অস্ত্র এবং ১২জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।

 

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দল সাগরে ডাকাতির প্রস্তুতির কথা জানিয়েছে। সাগরে নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ডাকাতদের দেশীয় তৈরি অস্ত্রসহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট