চট্টগ্রাম সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন, যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া লিটন (৪৫)। দু’জনই ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট