চট্টগ্রাম শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৫ | ৯:২৯ অপরাহ্ণ

স্থানীয় প্রকল্পগুলোতে তদন্তের পর ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির জ্বালানি মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দেশটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল। গত বছরের শেষের দিকে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।

 

এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জানুয়ারির শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এর আগে শ্রীলঙ্কা মান্নার ও পুনেরিন উপকূলীয় অঞ্চলে আদানির প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি। বিরোধী দলে থাকতে এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল বর্তমান ক্ষমতাসীন সরকার।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন