দীর্ঘ ৩১ বছর আগে নেয়া সিডিএ কর্ণফুলী বাম তীর আবাসিকে আবাসন গড়ে উঠেনি এখনও। পানির অভাবে এই আবাসিক এলাকা ‘মরুভূমিতে’ পরিণত হয়েছে। ১৯৯৪ সালে বাস্তবায়ন হওয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই আবাসন প্রকল্পে প্লট ৫১৯টি। তবে পানি, বিদ্যুৎ এবং অন্যান্য পর্যাপ্ত সুবিধার অভাবে এখন পর্যন্ত সেখানে একটিও বসতবাড়ি নির্মাণ করেনি কোন প্লট মালিক।
পানির অভাব দূর করতে কর্ণফুলী আবাসিকে ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্পের পানি চায় সিডিএ। ভান্ডালজুড়ি পানি শোধনাগার থেকে এ প্রকল্পে পনি সরবরাহের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বুধবার ওয়াসার এমডি বরাবর এ অনুরোধপত্র পাঠান সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।
চিঠিতে বলা হয়েছে, কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ২০০০-২০০১ সালে ৫১ দশমিক ৬৭ একর জমিতে ৫১৭টি প্লটের একটি আবাসন প্রকল্প করা হয়েছে। প্রকল্প এলাকায় কাজ চলাকালে সুপেয় পানি সরবরাহের বিষয়ে ডিপোজিট ওয়ার্ক হিসেবে প্রয়োজনের কথা চট্টগ্রাম ওয়াসাকে ২০০৪ সালে সিডিএসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব চিঠিতে জানান।
এর উত্তরে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের প্রকল্প না থাকায় প্লট বরাদ্দ গ্রহীতাদের পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয় এবং পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক প্রকল্প গ্রহণ করা হলে অগ্রাধিকার ভিত্তিতে পানি সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। কর্ণফুলী আবাসিক এলাকার প্লট গ্রহীতাদের পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করার কথা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, প্লট গ্রহীতাদের জন্য পানির ব্যবস্থা হলে এ আবাসিক এলাকা থেকে অনেক রাজস্ব আদায় করা সম্ভব হবে চট্টগ্রাম ওয়াসার। বিষয়টি বিবেচনা করে প্লট গ্রহীতাদের পানি সরবরাহের জন্য পাইপলাইন স্থাপন করার অনুরোধ জানানো হয়।
সিডিএ কর্ণফুলী বাম তীর আবাসিক প্রকল্পের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবাধিকারকর্মী এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, আবাসিক ভবন নির্মাণের জন্য নগরীতে কোথাও পাহাড় কাটছে, কোথাও পুকুর ভরাট করছে। কিন্তু কর্ণফুলীর বাম তীরের ৫১ একরের বেশি জায়গা নিয়ে এই প্রকল্পকে সিডিএ এখনও বাসযোগ্য করতে পারেনি। এখানে ৫১৯টি প্লট রয়েছে। এখন যদি এখানে পানি, বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা সরবরাহ করা হয়, এটি একটি পরিকল্পিত আবাসিক হবে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ৫১ দশমিক ৬৭ একর জায়গায় ৫১৯টি প্লট সম্বলিত কর্ণফুলী (বাম তীর) আবাসিক প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ প্রকল্পের প্রজেক্ট প্রোফাইলে বরাদ্দকৃত স্থানে নালা-নর্দমা, রাস্তাঘাট, খেলার মাঠ, কবরস্থান, মার্কেট, নিরাপত্তাবেষ্টনী, বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার সুপেয় পানি সরবরাহ করাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ থাকে।
পূর্বকোণ/ইব