চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে একের পর এক ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

অনলাইন ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৬ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। খবর এনডিটিভি।

 

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। তার ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

বান্দ্রা থানায় ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, সাইফ আলি খান তার স্ত্রী কারিনা কাপুর,ছেলে তৈমুর ও জেহের সঙ্গে ঘুমাচ্ছিলেন, এমন সময় দুষ্কৃতিকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এসময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে একাধিক ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। প্রাথমিকভাবে স্ত্রী কারিনা ও তার দুই ছেলে নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

 

সাইফ আলী খান সপরিবারে নতুন বছর উদযাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন। তারা গত সপ্তাহে মুম্বাই ফিরে এসেছেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায় জুনিয়র এনটিআর, জানভি কাপুর, প্রকাশ রাজ, শ্রীকান্ত মেকা, টম শাইন চাকো ও নারায়ণের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট