চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাহাড়তলীতে লরিচাপায় প্রাণ গেল শ্রমিকের

অনলাইন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে লরির চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উত্তর কাট্টলী একে খান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার এসআই জসিম উদ্দিন।

তিনি জানান, ঘটনার পর গাড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আবু বক্কর সিদ্দিক পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকার আসলাম কমিশনারের বাড়ির ইউনুস মিয়ার ছেলে। তিনি থার্ড পার্টির চুক্তির আওতায় টার্মিনাল এলাকায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট