রাব্বি হত্যা মামলার আসামি কথিত শ্রমিক লীগ নেতা জানে আলমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার সময় পাঠানটুলি নাজিরপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেন।
বিষয়টি নিশ্চিত করে কোতায়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মনির বলেন, জানে আলম আটকের খবর শুনে আমরা গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় আনি। তার বিরুদ্ধে কোতোয়ালিসহ নগরীর কয়েকটি থানায় মামলা আছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ