চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাউখালীতে দুই ইটভাটা বন্ধ, ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কাউখালী

১৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একইসাথে এসব ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।

তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলাতে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি ইটভাটা বন্ধ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধকরা ইটভাটাগুলো হল- বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের এডি মো. মমিনুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাস সোহাগসহ কাশখালী রেঞ্জ এবং ফায়ারসার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এই নিয়ে কাউখালী উপজেলাতে ১৩টি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট